স্টাফ রিপোর্টার ॥ শুধু অর্থ উপার্জন নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। হবিগঞ্জ শহরে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রয়েছে। আবার অনেক প্রতিষ্ঠানের রিপোর্ট নিয়েও প্রশ্ন রয়েছে। তাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন অবস্থাতেই সেবা নিতে আসা রোগীর প্রতি খারাপ আচরণ করা যাবে না। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জেলা ড্রাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রবাল মোদক, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা, শায়েস্তানগর পঞ্চায়েত সর্দার শহীদুল ইসলাম লাল, জে,কে এন্ড এইচ,কে হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ আলমগীর। মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ তানবিরুল হাসান শ্যামলের সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ সুমা জামান, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের এমডি এনামুল হক, পরিচালক মোঃ মিজানুর রহমান সোহেল, আব্দুল আহাদ, নাছির উদ্দিন, বশিরুল ইসলাম মানিক, কাউছার আহমেদ রুমেল, জিল্লুর রহমান শামীম, শাফিউদ্দিন রুবেল, আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল মিয়া, সংস্কৃতিকর্মী সাজিদ পরদেশী। শুরুতেই এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শায়েস্তানগর জামে মসজিদের ইমাম জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, উদ্বোধন উপলক্ষে আগামী শুক্রবার পর্যন্ত মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান রয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।