লায়ন্স ইন্টারন্যাশনাল ডিন্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের গ্রান্ড র্যালী, শিক্ষা সামগ্রী বিতরণ ও অভিষেক গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে অংশ নেয়া বাদক দলসহ দুই শতাধিক শিক্ষার্থীগণের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ২০২৩-২৪ সালের সকল লিডারদেরকে শপথ পাঠ করান ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এ গভর্নর লায়ন মো: লুৎফুর রহমান এমজিএফ। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের লিডারদের কৃতি সন্তানদেরকে ও ক্লাবের বিগত বছরের লিডারদের কার্যক্রমের জন্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর বলেন- লায়ন্স ক্লাব সারা পৃথিবীর ন্যায় হবিগঞ্জেও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট শিবলী খায়ের। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৩-২৪ সালের প্রেসিডেন্ট লায়ন মহিবুর রহমান চৌধুরী এবং পরিচালনা করেন এডভাইজার লায়ন মোঃ লিটন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এ গভর্নর লায়ন মো: লুৎফুর রহমান এমজিএফ। বিশেষ অতিথি ছিলেন লেডি গভর্নর লায়ন শিরিন আক্তার রুবি, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান ইমন, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আসাদুজ্জামান, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন আবুল কাশেম বাবু, রিজিওন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মশিইর আহমেদ। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের পাস্ট প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিন, চার্টার প্রেসিডেন্ট লায়ন তাসলিমা আক্তার, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন মীর একেএম জামীলুন্নবী ফয়সল, লায়ন মো: আসাদুজ্জামান, সেক্রেটারী লায়ন মফিজুর রহমান বাচ্চু, জয়েন্ট সেক্রেটারী লায়ন মঈন উদ্দিন খান, ট্রেজারার লায়ন মো: নজরুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লায়ন শেখ ফয়জুল হক, টেইমার লায়ন এমজি মোহিত, টেইল টুইস্টার লায়ন মো: আব্দুর রশিদ খান, ডিরেক্টর লায়ন সঞ্জয় রায়, লায়ন সিদ্দিকুর রহমান মাসুম, লায়ন পীরজাদা মো: মিজানুর রহমান, লায়ন টিএম তানিম সিদ্দিকী, মেম্বার লায়ন মো: ফারুক মিয়া, লায়ন মো: ফরিদ মিয়া, লায়ন বাপ্পি রায়, লায়ন কুতুব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ ড্রিমের লিডারদের স্ত্রী সন্তান ও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com