লাশ দেশে আনার দাবি জানিয়েছে পরিবার
স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে আকস্মিক মারা গেছেন বানিয়াচংয়ের ছুলুক খান চৌধুরী (৬৫)। গত বৃহস্পতিবার সৌদি সময় ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ছুলুক খান চৌধুরী বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মরহুম ছিদ্দিক খান চৌধুরীর পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ছুলুক খান চৌধুরীর লাশ দেশে আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে তার পরিবার।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়- মৃত্যুকালে ছুলুক খান চৌধুরী স্ত্রী, ৩ কন্যা, ৩ ভাই ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সৌদি আরবে জীবিকা নির্বাহ করে আসছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com