স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র দেবের মেয়েকে নির্যাতনের অপরাধে স্বামী ও ভাসুরকে ৩ বছরের কারাদ- ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদ-ে দন্ডিত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দ-াদেশ দেন।
আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ডাঃ রতীন্দ্র দেবের কন্যা ভিকটিম অনুস্মিতা দেবকে ২০২০ সালে ১৯ মার্চ দুপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নবীগঞ্জ উপজেলার গয়াহরি গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দেবের পুত্র ধনঞ্জয় দেব (৩০) ও তার ভাই দীপক দেব (৩২) মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় মেয়েটির মা সঞ্চিতা ধর একই বছরের ২৩ মার্চ নবীগঞ্জ থানায় নারী নির্যাতন দমন ও যৌতুক আইনে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে। পরে আসামিরা উচ্চ আদালতের জামিনে কারাগার থেকে বেরিয়ে আসে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ আদেশ দেন। রায় প্রদানকালে ভিকটিমের স্বামী ধনঞ্জয় দেব আদালতে উপস্থিত ছিলো। তাকে সাজা পরোয়ানা বলে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া দীপক দেব পলাতক থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা থানায় প্রেরণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com