নিজস্ব প্রতিনিধি ॥ গত তিন দিনে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার শতাধিক পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন- আগামী জানুয়ারি মাসে নির্বাচন। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর চেতনায় ছিল- ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সকলের। আমরা সেই নীতিতে বিশ্বাস করে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর বানিয়াচং-আজমিরীগঞ্জ তৈরী করেছি। আমাদের সমাজে সকল আচার অনুষ্ঠান হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে একসাথে উদযাপন করি। বিয়ে শাদীতেও সমাজে একে অপরকে নিমন্ত্রণ করি। এক সম্প্রীতির বন্ধন আমরা তৈরি করেছি। তিনি আরো বলেন-আমি এমপি হওয়ার পর মসজিদে যেমন অনুদান দিয়েছি, তেমনি মন্দিরেও অনুদান দিয়েছি। কবরস্থানে যখন অনুদান দিয়েছি, শ্মশানেও দিয়েছি। শেখ হাসিনা টিকে থাকলে আগামীতে এই অনুদান অব্যাহত থাকবে। আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পূজামন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com