আজমিরীগঞ্জে আওয়ামীলীগের পূজামন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজমিরীগঞ্জ পৌরসভা, ১নং সদর ইউনিয়ন, শিবপাশা ইউনিয়নসহ জলসুখা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ করা হয়েছে। গতকাল সোমবার পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, আজমিরীগঞ্জ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, সহ-সভাপতি মঞ্জু কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: লোকমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নেতাজি এম হিফজুর রহমান, মোঃ মাসুক আলী, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, আজমিরিগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি, মোঃ আওয়াল মিয়া, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো: শিবলু মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, মোঃ মজিবুর রহমান, মিহির ঘোষ, উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহাগ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মোঃ রুবেল মিয়া, মো: হাসান সৌরভ, মোঃ আরিফ সাদিক, জলসুখা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মোঃ রওনক আল হাসানসহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূজা মন্ডপগুলোতে বক্তৃতাকালে এমপি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বলেন- সম্পদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ। এখানে সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্মীয় আচার ও উৎসব করে আসছেন। শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজাও তেমনি একটি বৃহৎ উৎসব। সুদীর্ঘকাল থেকে চলমান সাম্প্রদায়িক সম্প্রীতির এ চমৎকার সম্পর্ক আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তিনি বলেন, সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় বলে এ দেশে আলাদা কিছু নেই। আমরা পরস্পর সবাই বাংলাদেশি। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। জনকল্যাণে কাজ করে আসা দল হিসেবে নৌকায় ভোট দিন। ধর্ম যার যার উৎসব সবার এমন মানসিকতা তৈরি করে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাই শারদীয় দুর্গাপূজায় একীভূত হয়ে আমরা শামিল হব। তিনি বলেন, আপনি ভোট দেওয়ার আগে ২০০১ পরবর্তী সরকারের কথা মনে রাখবেন, তারা আপনাদের সঙ্গে কী করেছিল, আর আওয়ামী লীগ কী করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোথায় এগিয়ে গেছে। উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে তিনি হিন্দু ধর্মাবলম্বী সবার প্রতি আহ্বান জানান। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এই উৎসবকে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।