রনু বিশ^াস ॥ বাহুবল উপজেলার মিরপুর সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি ২০২৩ এর পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। গতকাল সকাল ১১টায় শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ সংলগ্ন স্বর্গীয় নীলকান্ত সাহার বাড়ি আমোদিনী ভিলায় স্থাপিত মন্ডপে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো অনুষ্ঠিত এ মন্ডপে বয়স অনুসারে কুমারী হিসেবে পূজিত কুমারীর নাম রাখা হয় উমা। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দুরা গ্রামের বাসিন্দা।
পুরোহিতের সাথে সাথে মন্ত্র পাঠ করে ভক্তরা দেবীর চরণে ফুল, বেলপাতা অর্পণ করেন। মহাষ্টমীর সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ হল ‘কুমারী পূজা’। সকালে অঞ্জলি প্রদান, কুমারী পূজা ও রাতে সন্ধিপূজার মধ্যে দিয়ে মহাঅষ্টমীর পূজা পালন করা হয়েছে।
কুমারী পূজা পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই প্রমূখ।