নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড্রাইভার আব্দুল হাফিজ (আবিদ) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা রাজনগর কবরস্থান মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
শোক ঃ ড্রাইভার আব্দুল হাফিজ (আবিদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। তারা বলেন- শ্রমিক নেতা আব্দুল হাফিজ (আবিদ) দীর্ঘদিন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন এবং শ্রমিকদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছেন। তার মৃত্যুতে শ্রমিক ইউনিয়নের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হওয়ার নয়। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com