স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও ডিবিসি নিউজ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেছেন। হবিগঞ্জের কৃতি সন্তান, স্কটিশ পার্লামেন্ট সদস্য (এমএসপি), সেডো মিনিস্টার ফয়ছল হোসেন চৌধুরী এমবিই এর আমন্ত্রণে ২২ অক্টোবর তিনি স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, স্কটল্যান্ড সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন’ এর সভাপতি শরফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। অতিথিবৃন্দ পার্লামেন্ট ক্যাম্পাসে পৌছুলে স্কটিশ পার্লামেন্ট সদস্য (এমএসপি), সেডো মিনিস্টার ফয়ছল হোসেন চৌধুরী এমবিই মোঃ ফজলুর রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি অতিথিবৃন্দকে পার্লামেন্টের অধিবেশন কক্ষ সহ পার্লামেন্ট ভবন ঘুরে দেখান ও বর্ণনা দেন। পরে পার্লামেন্ট ভবনে তাঁর নিজ কার্যালয়ে মতবিনিময়কালে স্কটিশ পার্লামেন্ট স্থাপনের ইতিহাস ও কার্যপরিধি এবং স্কটল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য বর্ণনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com