স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনেকটা পরিচিত মুখ, পুরান পৌরসভা সড়কের জহুর আলী হোটেলের সাবেক গার্ড লেচু মিয়া প্যারালাইজডে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অভাবের কারণে চিকিৎসা ও পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। নিরূপায় হয়ে তিনি এখন ভিক্ষা করছেন। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জজকোর্টের বার লাইব্রেরীর বারান্দায় এ প্রতিনিধির সাথে দেখা হলে তিনি আক্ষেপ করে জানান, টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। এমনকি ঘরে খাবারও নেই। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। তার বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে। এক সময় তিনি জহুর আলী হোটেলে গার্ডের চাকরি করতেন। তখন রেস্টুরেন্টের কাস্টমাররা খুশি হয়ে তাকে বখশিস হিসেবে টাকা দিতেন। এতে প্রতিদিন হাজারখানেক টাকা উপার্জন হয়ে যেতো। এতে তার সংসার ভালোভাবে চলতো। কিন্তু হঠাৎ প্যারালাইজডে আক্রান্ত হয়ে পড়ায় তাকে কেউ সহায়তা করছেন না।
লেচু মিয়া দেখতে খাটো প্রকৃতির। লম্বায় অনুমান ৩ ফুট। বয়স প্রায় ৫০ বছর। তিনি প্রধানমন্ত্রী ও হবিগঞ্জের সংসদ সদস্যদের কাছে অন্তত চিকিৎসার জন্য সাহায্য কামনা করছেন। তিনি আরও জানান, ভিক্ষা করেই বর্তমানে তার সংসারের খরচ ও ওষুধ খরচ চালাতে হয়। আবার কোনো কোনো সময় উপোষ থাকতে হয়। মাথা গোজার ঠাঁইও জোড়াতালি দেয়া। বৃষ্টি এলে ঘরে পানি পড়ে। কিন্তু সরকারি কোনো সাহায্য সহযোগিতা তিনি পাননি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com