মোঃ আক্তার হোসেন ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় শাকিল মিয়া (১৭) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা খুবই আশংকাজনক বলে জানা গেছে।
জানা যায়, গতকাল রবিবার দুপুরে সে ওই এলাকায় চায়ের দোকানে চা তৈরি করছিলো। হঠাৎ মোটর সাইকেলযোগে জঙ্গল বহুলা গ্রামের কয়েক কিশোরসহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দা, চাইনিজ কুড়াল দিয়ে শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে তার বাম হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে সে ওটিতে ছিল। সে জঙ্গল বহুলার ছামির মিয়ার পুত্র।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com