স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অবশেষে সদর থানায় মামলা হয়েছে। গতকাল ওই কিশোরীর পিতা রানা আহমেদ বাদি হয়ে এড়ালিয়া গ্রামের মহব্বত আলী ওরফে মবু মিয়ার পুত্র লম্পট জলফু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এর আগে ৮ অক্টোবর সন্ধ্যায় মাছুলিয়া ব্রিজ এলাকায় জলফু মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপার চেষ্টা চালায় জলফু মিয়া ও তার লোকজন। অবশেষে জলফু মিয়াকে শেষ রক্ষা করতে পারলেন না মাতব্বররা। এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, জলফুকে ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com