সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৭ দফা দাবিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অহীন্দ্র দত্ত চৌধুরী, স্বপন লাল বণিক, স্বপন বড়–য়া, বিপুল রায়, পিন্টু আচাঁর্য, শ্রীকান্ত গোপ, ইউপি চেয়ারম্যান খোকন গোপ, কাউন্সিলর প্রিয়াংকা সরকারসহ বাহুবল, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলা, পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের শিমুল পাল, রাহুল দাশগুপ্ত, বিজন দাশ। একাত্মতা পোষণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, মেয়র আতাউর রহমান সেলিম, কমিনিস্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পিযূষ চক্রবর্তী। গণঅনশন, গণঅবস্থান ও আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবাহক কমিটির সদস্য বিপ্লব কুমার রায় সুজন। বিজ্ঞপ্তি