স্টাফ রিপোর্টার ॥ আলুর দাম বেশি রাখায় হবিগঞ্জ শহরের চাষী বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করা, ক্রেতাদের ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা আপডেট না করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স মদিনা বাণিজ্যালয়কে ৫ হাজার, মেসার্স একতা বাণিজ্যালয়কে ৫ হাজার ও মেসার্স শাহীন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করে আনসার ব্যাটালিয়ানের একটি টিম।