স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় ভোর রাতে ৩ বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওইসব বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান বাসার মালিকবৃন্দ। খবর পেয়ে সদর থানার এসআই আজাদের নেতৃত্বে একদল পুলিশ সকাল ৯ টায় ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার ভোর রাতে ইনাতাবাদ এলাকার বাসিন্দা কবির কলেজের হোস্টেল সুপার মোস্তফা রেজাউল হক শায়েরের বাসা, দুবাই প্রবাসী আব্দুর রশিদের বাসার ভাড়াটিয়া এবং ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বাসার ভাড়াটিয়ার ঘরে চুরি সংঘটিত হয়। চোরেরা ভোর রাতে রুমের জানালার লক খুলে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
কবির কলেজের হোস্টেল সুপার মোস্তফা রেজাউল হক শায়েরের বড় ছেলে ওয়ালিদ জানান, তাদের বাসার জানালার লক খুলে বাঁশের লাটি দিয়ে দামি ল্যাপটপ এবং মোবাইল নিয়ে গেছে চোরেরা। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।