স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত কল্যাণ অনুদান এবং বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ অথবা গুরুতর আহত হয়ে অক্ষম ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ৩ জন সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ও ১৫ জন ব্যক্তির মধ্যে মৃতদাবীর চেক বিতরণ করা হয়।
এছাড়াও জেলা প্রশাসক বিনামূল্যে প্রফেশনাল ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এবং আন্তঃব্যক্তিক ইংরেজি যোগাযোগ দক্ষতা প্রশিক্ষণ ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com