স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্প্রে নিক্ষেপ করে আবারও দুই বাড়িতে চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া এক ভাঙ্গারী দোকানে চুরির ঘটনা ঘটেছে।
গত মাস খানেক ধরে প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটায় শায়েস্তাগঞ্জবাসী আতংকে রয়েছেন। অনেকেই চুরির আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন। কিন্তু দুর্বৃত্তদের দমন করা যাচ্ছে না। গত সোমবার গভীর রাতে বড়চর গ্রামের মরণ দত্তের বাড়ি, গতকাল মঙ্গলবার রাত ৮টায় তালুগড়াই এলাকার ব্যবসায়ী ফয়ছল আহমেদের বাসায় স্প্রে নিক্ষেপ করে চুরির চেষ্টা করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ছাড়া সাবাসপুর এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে চুরি করে মালামাল নিয়ে যায় চোরেরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com