এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ আকস্মিক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন কূটনীতিকদের মধ্যে সবচেয়ে আলোচিত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। তাঁর এই সফর নিয়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডের দায়িত্বে নিয়োজিত মার্কিন কোম্পানী শেভরণ বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। গতকাল (২৩ আগস্ট) বিকালে শেভরণ বাংলাদেশ এর মিডিয়া মুখপাত্র শেখ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার বিকেল ৪টায় প্রাইভেট গাড়িযোগে মার্কিন এই কূটনীতিক আমেরিকার কোম্পানি শেভরনের মালিকানাধীন নবীগঞ্জ উপজেলার করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। এসময় তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে মতবিনিময় সভা শেষে শেভরণ কর্তৃক পরিচালিত এসএসকেএস নামে একটি ক্লিনিক ও ফার্মেসীর উদ্বোধন ও পরিদর্শন করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন পিটার হাসের সফর সম্পর্কে আমাদেরকে জানানো হয়নি। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ জানান আমরা নিরাপত্তার দায়িত্বে ছিলাম। গ্যাস ফিল্ডের ভিতরে তিনি কি করেছেন আমরা জানি না। শেভরণ বাংলাদেশ এর মিডিয়া মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে গতকাল তিনি এসেছিলেন। শেখ জাহিদুর রহমান আরো বলেন নতুন কোন রাষ্ট্রদূত আসলে মার্কিন মালিকানাধীন শেভরণ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে থাকেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com