স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্থানের নাম ক দিয়ে। এখানে একটি বাড়িতে ‘ওয়ান টেন জুয়ার’ আসর বসছে। এটা নতুন কিছু নয়। এখানের ‘সু’ নামের এক ব্যক্তির নেতৃত্বে এ জুয়ার আসর বসছে প্রায় দুই দশক ধরে। মাঝে মধ্যে পত্রিকায় নিউজ হলেই কয়েকদিন বন্ধ থাকে। পরে আবার চালু হয়। এ জুয়ার আসর নিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। লাভ হয়নি। কিছুদিন বন্ধ থাকার পর আবারো গভীর রাতে জমে উঠছে এ জুয়ার আসর। পত্রিকায় সংবাদ বন্ধে জুয়ার আসর থেকে কয়েকজন হলুদ সাংবাদিক মাসিক চাঁদা পেয়ে থাকেন। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিরাও এখান থেকে চাঁদা নেন। শুধু তাই নয়, কিছুৃ অসাধু জনপ্রতিনিধি ও স্থানীয় কোন কোন প্রভাবশালী ব্যক্তি মাসোহারা পেয়ে থাকেন। জুয়ার আসরের নেতৃত্বে থাকা ‘সু’ নামের ব্যক্তি দাপটের সাথে জুয়ার আসর পরিচালনা করে প্রতি রাতে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে করে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। চুরি, ছিনতাই বেড়ে যাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com