স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তিকে ১২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা মাধবপুর বাজারে অভিযান চালিয়ে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মুখে মাস্ক ব্যবহার না করা এবং সরকার ঘোষিত স্বাস্থ্য না মানায় ৭ ব্যক্তিকে এ জরিমানা করেন। পরে তিনি সাধারণ জনগণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com