সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মাদকসেবী জাকির হোসেনকে ১ বছরের কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল বিকেলে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এই সাজা প্রদান করেন। দন্ডিত মাদকসেবী জাকির হোসেন মোড়াকরি গ্রামের মোঃ সাঈদ মিয়ার ছেলে।
এর আগে লাখাই থানা পুলিশ ইয়াবা সেবনের প্রস্তুতিকালে জাকির হোসেনকে (২৭) আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। জাকির তার নিজের অপরাধ স্বীকার করলে মোবাইল কোর্ট তাকে উপরোক্ত সাজা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন লাখাই থানার এসআই মিজানুল হক এর নেতৃত্বে একদল পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com