নিজের জায়গা ফিরে পেতে আদালতে মামলা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে পৈত্রিক সম্পত্তি প্রভাবশালীদের দখলে থাকায় পরিবার পরিজন নিয়ে সরকারি জায়গায় বসবাস করছেন হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ। ওই জায়গায় ঘর নির্মাণ করতে গেলেই প্রভাবশালীরা সবুজের উপর হামলা করে। নিজের জায়গা উদ্ধারের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি। সর্বশেষ গত ১ এপ্রিল হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উমেদনগরের ছিদ্দিক মিয়ার ছেলে বাবুল মিয়া, বার সর্দার সোনা মিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১১ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়াসহ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন। একই নির্দেশনা হবিগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে দেয়া হয়েছে।
আশরাফুল আলম সবুজ মামলায় উল্লেখ করেন- হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের বাসিন্দা হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তার পিতা মরহুম ওয়াহিদুজ্জামান (জিতু মিয়া) এর বাবা মরহুম হাজী আব্দুল জব্বার দক্ষিণ আনোয়ারপুর মৌজা এসএ ৫২৮হাল খতিয়ান নং-১৯৯-৭২, আরএস-২১৫২, ২১৪৮, ২১৫৪, ২১৪৬, ২১৫৫, ২১৪১, ২১৪৪, ২১৪৩, ২১৪২, ২১৫১, ২১৪৫ দাগের মোট ১ একর ১৪ শতক জায়গার প্রকৃত মালিক। তার পিতা মারা যাওয়ার পর থেকে ওই জায়গার খাজনা দিয়ে আসছেন আশরাফুল আলম সবুজ। কিন্তু ওই জায়গাটি অবৈধভাবে জোরপূর্বক দখলে যান মামলার আসামীরা। জায়গার পৈত্রিক সূত্রে প্রকৃত মালিক সবুজ ওই জায়গায় গৃহ নির্মাণ করতে গেলে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ অবস্থায় নিজের জায়গায় ঘর না বানাতে পেরে সবুজ তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি পরিবার পরিজন নিয়ে সরকারি জায়গায় ঘর নির্মাণ করে বসবাস করছেন। আশরাফুল আলম সবুজ জানান, অভিযুক্ত বাবুল মিয়া একাই ৩১ শতক ৮৮ পয়েন্ট জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন। এছাড়াও বাবুল ওই জায়গায় অবৈধভাবে গৃহ নির্মাণের জন্য ইট, বালু এনে রেখেছেন। এমতাবস্থায় নিজের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন আশরাফুল আলম সবুজ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com