নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাছম আলী’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় সাতাউক ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর পক্ষে গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশানার (ভূমি) মোঃ ইয়ছিন আরাফাত রানা ও লাখাই থানা পুলিশের একটি দল। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেলু মিয়া, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, মরহুমার একমাত্র ছেলে সেলিম মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার রাত ১০টায় তার নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com