এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক যুবতীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার মিরপুর তিনারকোনা গ্রামে।
জানা যায়, তিতারকোনা গ্রামের সফিক মিয়ার কন্যা রিমা আক্তার (২১) ওই গ্রামের শাহীন মিয়ার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। গতকাল গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
হাসপাতালে লাশের সাথে থাকা শাহিন মিয়ার স্ত্রী নুরুন্নাহার জানান, মঙ্গলবার বাসার কাজ শেষ করে পুকুরে গোসল করতে গেলে কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখে লোকজন। সাথে সাথে তাকে পুকুর থেকে তোলে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একটি সূত্রে জানা গেছে, রিমা আক্তার দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভূগছিল, এ কারণেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com