স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হবিগঞ্জে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী ও এম এ আজিজ সেলিমের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এমএ হালিম, সময় টিভির প্রতিনিধি রাশেদ আহমদ খান, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, শুকান্ত গোপ, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, এম সজলু, এএম শাহ আলম, আমির হামজা, নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ৮ম বর্ষপূর্তি উদযাপন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন- এশিয়ান টিভি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংবাদ, পাশাপাশি বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। টেলিভিশনটি সম্প্রতি নিয়ে এসেছে টার্কিশ ধারাবাহিক নাটক আয়েশা মরিয়ম। এ ধারাবাহিক নাটকটি পৃথিবীর ৫৩টিও বেশি দেশ কাঁপিয়ে বাংলায় ডাবিংকৃত পারিবারিক ও নাটকের এক অনবদ্য সৃষ্টি করবে। দর্শকরা প্রতিদিন রাত সাড়ে ৮টা, রাত ১০টা এবং পরবর্তী দিন দুপুর ১২টা (পুনপ্রচার), বিকেল ৫টা (পুনপ্রচার) করা হবে। শুধুমাত্র এশিয়ান টিভিতে আয়েশা মরিয়ম দেখতে পারবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com