আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া বাজারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরফিন সেলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেন- গ্রাম্য দাঙ্গা কারো জীবনে উন্নতি বয়ে আনে না। দাঙ্গা মানুষের সামাজিক জীবনে যেমন ক্ষতিকর, তেমনি পারিবারিক জীবনে ক্ষতি বয়ে আনে। সকলকে দাঙ্গা এড়িয়ে চলতে হবে। কোন ঘটনা ঘটলে পুলিশকে সংবাদ দিতে হবে। পুলিশকে সংবাদ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। তিনি আরো বলেন- ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রতিটি পরিবারের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবারের অভাব অনটন থাকবে না। পরিবারে সুখ ও সমৃৃদ্ধি আসবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com