নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের নবীগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়সাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। সে জেলার নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম ও এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার সদরঘাট থেকে পলাতক আসামী ফয়সাল মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, নবীগঞ্জ থানায় ২০০৮ সালের ২২ জুনের মামলায় ২০১৮ সালে কোর্টে ফয়সালকে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়। এরপর থেকে সে পলাতক ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com