নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রসূলগঞ্জ বাজারে কাশেম মার্কেটের কেয়ার টেকার কাজল মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে মার্কেট থেকে বিতাড়িত ব্যবসায়ীর উপর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাশেম মার্কেটের মালিক হরিনগর গ্রামের মৃত হাজী আব্দুল মন্নাফের পুত্র কাশেম লন্ডনে থাকার সুবাদে রসুলগঞ্জ বাজারের মার্কেট দেখাশুনা করার জন্য কাজল মিয়াকে নিযুক্ত করেন। আরজান উদ্দিন মার্কেটে ইতিপূর্বে কাঁচা মালের ব্যবসা করতেন। আরজান উদ্দিনের খারাপ আচরণের কারণে তাকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়। আরজান উদ্দিনকে মার্কেট থেকে বের করার পর থেকে কাজল মিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। গত ১০ জানুয়ারি সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারস্থ কাশেম মার্কেটের ভিতর আরজান উদ্দিন তার লোকজন নিয়ে মার্কেটে ব্যবসা করতে না দেওয়ায় কাজল মিয়াকে অশ্লীল গালিগালাজ ও দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। কাজল মিয়ার শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা তাকে রক্ষা করেন। আরজান উদ্দিন গং হুমকি দিয়ে বলেন, এ বিষয়ে থানায় কিংবা কোর্টে মামলা করলে কাজল মিয়াসহ পরিবারের লোকজনদের হত্যা করবে। ঘটনাটি সামাজিক বিচারে শেষ করার চেষ্টা করে ব্যর্থ হন সালিশ বিচারকগণ। পরে কাজল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।