দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ‘ভোট ডাকাত’ সরকারের পদত্যাগের দাবিতে হবিগঞ্জে ডিসি অফিসের সামনে নিমতলা নামক স্থানে কালো পতাকা হাতে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী)’র নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা মহিবুন্নুর চৌধুরী ইমরান, বাসদ নেতা হুমায়ুন খান, চৌধুরী ফয়সল শোয়েব, সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান, রনজিত সরকার, আহাদ মিয়া, রফিকুল ইসলাম, শৈলেন সরকার, উদীচী নেতা জয়দীপ দাশ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com