স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগের জন্য চুড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৪ সৌভাগ্যবান। চাকুরী প্রত্যাশী অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে চুড়ান্ত পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৪ সৌভাগ্যবান হলেন চিন্ময় আচার্য্য, নয়ন চন্দ্র দাস, আইরিন আক্তার কাকলী ও অর্জুন দাস।
হবিগঞ্জ জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন পরিষদ সচিব’ এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৬ ডিসেম্বর সকাল ১০টায় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল ২৬ ডিসেম্বরই প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (কম্পিউটার দক্ষতা) পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। একই দিনে ব্যবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রহণ করা হয়। এতে অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে ১০৫ নং রোল নম্বরধারী চিন্ময় আচার্য্য, ৪৭২ নং রোল নম্বরধারী নয়ন চন্দ্র দাস, ৪১৮ নং রোল নম্বরধারী আইরিন আক্তার কাকলী ও ২২ নং রোল নম্বরধারী অর্জুন দাস নিয়োগের জন্য চুড়ান্তভাবে উত্তীর্ণ হন। জেলা প্রশাসন থেকে জানানো হয়- চুড়ান্তভাবে নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য বিষয়ে যাচাই করার পর নিয়োগপত্র দেয়া হবে।
এছাড়া ১ বছর মেয়াদী প্যানেল তালিকায় স্থান পেয়েছেন ১০ জন। তারা হলেন- ২২৭ নং রোল নম্বরধারী শাহ্ মোঃ শফিকুল ইসলাম শাহজাহান, ৩৫ নং রোল নম্বরধারী দুলাল সূত্রধর, ২৫৫ নং রোল নম্বরধারী ছাদিকুল হক, ৮১ নং রোল নম্বরধারী শেখ আল আমিন, ২৫৬ নং রোল নম্বরধারী চন্দ্রসেন বৈষ্ণব, ৩১০ নং রোল নম্বরধারী সুমন চন্দ্র সেন, ২৬৮ নং রোল নম্বরধারী সুহেল দাস, ৪৮৫ নং রোল নম্বরধারী লিপটন দাশ, ৩৬১ নং রোল নম্বরধারী মোঃ সোহাগ মিয়া ও ৪৭৮ নং রোল নম্বরধারী অশোক ধর।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com