স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন চাদপুর জেলার মতলব উত্তর থানার বড় মুরাধন গ্রামের মোস্তাক মিয়ার ছেলে। ডিবি পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আটককৃত শাহাদাত হোসেন হবিগঞ্জে মাদক ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি’র এসআই রকিবুল ইসলাম ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ শহরের টাউন হল রোড এলাকার রূপালী ম্যানসনের পাশের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়কালে শাহাদাত হোসেনকে আটক করে। এ সময় শাহাদাত হোসেনের আরেক সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়। আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি’র এসআই রকিবুল ইসলাম জানান এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com