স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার মাদক স¤্রাট শাহজাহান মিয়ার বাসা থেকে দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে তার পরিবারের দাবি মাদক স¤্রাট শাহজাহান ওই দুইজনকে ফাঁসিয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শাহজাহান মিয়ার বাসায় অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় মাদকসেবনের অভিযোগে একই এলাকার জমির উদ্দিনের পুত্র ট্রাক চালক সোহেল মিয়া (৪৫) ও মাসুক মিয়াকে (৩৫) আটক করা হয়। এদিকে সোহেল মিয়ার স্ত্রী জায়েদা খাতুন জানান, শাহজাহানকে আটক করার পর সে ফোন দিয়ে তার স্বামী সোহেলকে বাড়িতে নেয় এবং তাকে ফাঁসিয়ে দেয়। আর রহস্যজনকভাবে শাহজাহান চলে যায় এবং তার পরিবর্তে তার স্বামীসহ অন্য একজনকে ফাঁসিয়ে যায়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব হোসেন জানান, মাসুক একজন মাদক ব্যবসায়ী। সে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিক্রি করে। দুইজনকে আটক করা হয়েছে। শাহজাহান পলাতক আছে। মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com