কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরকে হত্যা করে পাহাড়ের ছড়াতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সোহাগ মিয়া (১২) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সে উপজেলার শানখলা ইউনিয়নের গোড়ামী গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে। সে মায়ের সাথে তার নানাবাড়ি লালচান্দ চা বাগান এলাকায় বসবাস করতো।
নিহত সোহাগের মায়ের বরাত দিয়ে স্থানীয় ইউপি মেম্বার সৈয়দ মাহফুজুর রহমান মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, শুক্রবার রাত ১২টার দিকে সোহাগকে তার সঙ্গীরা বাড়ি থেকে ডেকে নেয়ার পর আর বাড়িতে ফিরেনি। সকালে এলাকাবাসী স্থানীয় ছড়ায় সোহাগের লাশ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসী ও সোহাগের পরিবার নিশ্চিত হয় এটা সোহাগের লাশ।
বিষয়টি ইউপি মেম্বার চুনারুঘাট থানাকে অবগত করলে থানার দারোগা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
খবর পেয়ে এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়টি নিশ্চিত হন।
চুনারুঘাট থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) চম্পক দাম বলেন, ‘লাশের ধরণ দেখে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের রাজু মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আরেকটি সুত্র জানায়, নিহত সোহাগ এলাকায় ছিচকে চোর হিসেবে পরিচিত ছিল। সে প্রায়ই এলাকায় বখাটেদের নিয়ে আড্ডা দিতো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com