সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাহুবল উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে শনিবার দীননাথ ইন্সটিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সুজন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহ উল বারী লিটন। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ,এস,এম মহসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও মোতালিব তালুকদার দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক তপন গোপ, হবিগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য হারুনুর রহিম রুপজ, মোঃ ইসলাম উদ্দিন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শাহীন। সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লিসডার সাবেক ইংরেজি শিক্ষক, হবিগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ নাজির হোসাইন হাসু, আব্দাল করিম, নুরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ, ফয়ছল আহমেদ চৌধুরী, হেদায়েতুল ইসলাম আল মামুন, অ্যাডভোকেট মিজান মিয়া, আবদুল আওয়াল তহবিলদার, মোফাজ্জল হক, মোহাম্মদ সাজ্জাদ মিয়া, আল এমরান খান, শারমিন আক্তার, সিদ্দিকুর রহমান মাসুম প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রবকে সভাপতি, মোহাম্মদ নাজির হোসাইন হাসুকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ সামসুউদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ বেনজির আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, সংগঠিত সোচ্চার নাগরিকরাই পারে দেশের গণতন্ত্রের ভীতকে মজবুত করতে। একটি দেশে নাগরিকের চেয়ে মর্যাদার এবং গুরুত্বপূর্ণ পদ আর নেই। কিন্তু নাগরিকরা নিস্ক্রিয় থাকে বলে সর্বক্ষেত্রে অনিয়ম দুর্নীতি দুর্বৃত্তায়ন বেড়ে যায়। তাই সুজন এমন একটি সংগঠন যেখানে নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের প্রতিটি অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন। সুজনে সকল সাদা মনের মানুষকে সোচ্চার করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com