‘আর্ত মানবতার সেবায আমরা সর্বদা নিয়োজিত’ স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু করেছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক। এরই অংশ হিসেবে ১৭ নভেম্বর দুুপুরে লাখাই উপজেলার দুই শতাধিক দরিদ্র অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি মিজানুর রহমান শেফাজ ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন।
উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে অর্থ বিতরণ করেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক-এর সহ-সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল ভূইয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, সাবেক ইউপি মেম্বার ইসলাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com