স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল সড়কের একটি মার্কেটের সামন থেকে পথচারীর মোবাইল চুরি করতে গিয়ে আজিজুর রহমান রোমান নামের এক যুবক ধরাশায়ী হয়েছে। পরে তাকে মারপিট করে সদর থানায় সোপর্দ করা হয়। সে সদর উপজেলার জয়নগর গ্রামের বর্তমানে রাজনগর এলাকার বাসিন্দা শফিকুর রহমানের পুত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সে এক পথচারীর মোবাইল চুরির সময় জনতা বিষয়টি টের পেয়ে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com