চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ইউনিয়ন আওযামী যুবলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। মনোনয়ন বোর্ডের মতামত ও মূল্যায়নকে এবং দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৭ নেতা উপজেলা যুবলীগের কাছে অভিযোগ দায়ের করেছেন।
দীর্ঘদিন ধরে উপজেলার ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের কাজ চলে। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হওয়ার জন্য ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৪ শতাধিক নেতাকর্মী সিভি জমা দেন। গত বুধবার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে। মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামত ও মুল্যায়ন বাদ দিয়ে এবং দলের ত্যাগী ও পরিক্ষিত কর্মীদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠে। এ নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম গিয়াস, সহ সভাপতি দেওয়ান লুৎফুর রহমান, সহ সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সহ-সভাপতি চান্দ আলী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান শামীম ও আতাউর রহমান মিলন উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল বা ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানান। অন্যথায় তারা দলের বৃহৎ স্বার্থে পদত্যাগেরও ঘোষণা দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com