নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা উলামা পরিষদের কমিটির পুনর্গঠন ও নতুন কমিটিকে দায়িত্বভার অর্পন করা হয়েছে। এ উপলক্ষে গত ১২ নভেম্বর উপজেলার ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার মসজিদে প্রায় সাড়ে ৩শত সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে লাখাই উপজেলা মসজিদের খতিব ও লোকড়া দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা আমিনুল হক ওয়াজেদীকে সভাপতি ও কাটিহারা সিদ্দিকীয়া ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। এছাড়াও ১৭ সদস্য বিশিষ্ট একটি শুরা কমিটি গঠন করা হয় এবং গতকাল বৃহস্পতিবার পুনর্গঠিত নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তদেরকে পুরাতন কমিটির সদস্যবৃন্দ আহবায়ক কমিটির সম্মুখে দায়িত্বভার অর্পন করেন।
উল্লেখ্য, লাখাই উপজেলা উলামা পরিষদ দীর্ঘ ৪০ বছর যাবত অরাজনৈতিকভাবে উপজেলায় বিভিন্ন সমাজিক ও ধর্মীয় কার্যকলাপ সুনামের সাথে পরিচালনা করে আসছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com