স্টাফ রিপোর্টার ॥ ‘স্বতন্ত্র সেবার নিবির পরিচর্যা প্রতিটি সেবাপণ্যে’ এই শ্লোগানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৬৩তম আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। এই শাখার মাধ্যমে গ্রাহকরা পাবেন সুদমুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক সকল ধরণের ব্যাংকিং সেবা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের দাউদনগর বাজারস্থ সুমন প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের আউটলেট শাখার এজেন্ট হাফেজ মাওলানা মীর ফয়ছল আহমদ। শাখার ব্যবস্থাপক মোঃ হাসানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হাফেজ মোশতাক আহমদ, মাওলানা তায়্যিব আলী, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির খান, মোঃ মোস্তুফা হোসাইন, আবুল কাশেম সুমন সহ অনেকেই। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হাফেজ জিয়া উদ্দিন এবং পরে মোনাজাত করেন মাওলানা আব্দুল হাকিম।
উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহ ভিত্তিক সেবা পাবেন বলে আশা রাখি এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে আউটলেট শাখাকে ভবিষ্যতে পূর্ণাঙ্গ শাখা করার দাবিও জানান উপজেলা চেয়ারম্যান।
এজেন্ট হাফেজ মাওলানা মীর ফয়ছল আহমদ বলেন, এখানে গ্রাহকদের সেভিংস, কারেন্ট, ডিপিএস, এফডিআর একাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিটি একাউন্টই অনলাইন করা হয়। সেবার মধ্যে রয়েছে নগদ জমা ও উত্তোলন, গোপন নাম্বারে বিদেশের টাকা প্রদানসহ বিদ্যুৎ বিল গ্রহণ এবং ব্যাংকিং এর অন্যান্য কার্যক্রম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com