শাহাজীবাজারে জালালাবাদ গ্যাস এর মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥ জালালাবাদ গ্যাস হবিগঞ্জ জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর মাধবপুর উপজেলার শাহাজীবাজারে কোম্পানীর জোন কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক, শিল্প উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও মানসম্মত গ্যাস সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক বিপণন দক্ষিণ প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী, মহাব্যবস্থাপক বিপণন উত্তর প্রকৌশলী সামসুল আলম শাহীন, হবিগঞ্জ এগ্রো লি. এর মহাব্যবস্থাপক হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস হবিগঞ্জ জোনের উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক শাহাজীবাজার ও আবিকা প্রধান হবিগঞ্জ।
সভায় গ্রাহকরা বিভিন্ন অভিযোগ ও তার প্রতিকার, গ্যাস বিপণন নিয়মাবলী, গ্যাস সংযোগ ও সরবরাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com