স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। গত রবিবার গভীররাতে ডিবি ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চার মোটর সাইকেল চোরকে আটক করেছে। তারা হলো বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের মৃত বশর উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (২৫), শরীফ মিয়া (৩০) সহ আরও দুইজন। পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই বাছাই করা হচ্ছে। এ ছাড়াও কোনো কোনো আসামির বিরুদ্ধে একাধিক মোটর সাইকেল চুরির মামলার অভিযোগ রয়েছে। জানা যায়, সম্প্রতি শহর থেকে কয়েকটি মোটর সাইকেল চুরি হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com