স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় মাছবাহী পিকআপ উল্টে বিপ্লব মিয়া (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২ জন। গতকাল সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি মাছবাহী পিকআপ হবিগঞ্জের উদ্দেশ্যে আসছিল ঢাকা থেকে। উল্লেখিত স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ উল্লেখিতরা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে বিপ্লব মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে নাটোর জেলার গুরুদাসপুর এলাকার আসাদ মিয়ার পুত্র। গতকাল সন্ধ্যায় পুলিশ লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। আহত দুইজন চিকিৎসাধীন আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com