হবিগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর কমিটি গঠন
মঈন উদ্দিন আহমেদ ॥ যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই প্রতিবাদী হতে হবে। বিচার দাবি করতে হবে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। নির্যাতিতদের পাশে থাকা, তাদেরকে সহায়তা করা যাতে সে নিজেকে অসহায় বা একা না ভাবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন না হলে অপরাধ দমন সম্ভব নয়। মানসিকতার পরিবর্তনের পাশাপাশি অপরাধ দমনে ব্যাপক প্রচার প্রচারণার উপর গুরুত্বারোপ করেন বক্তাগণ।
গত শনিবার বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক গঠন সংক্রান্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিগণ এসব মতামত ব্যক্ত করেন। শুধু তাই নয় অপরাধ প্রবণতা কমিয়ে আনতে ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর মোঃ আরেফ আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ টিপু সুলতান, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ শামস্, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীসহ সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, স্থানীয় সরকারের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইমাম, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, নারী নেত্রীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। মুক্ত আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা জলি, সাবেক ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, প্রভাষক কোহিনুর আক্তার, ব্র্যাক প্রতিনিধি মোঃ আতাউর রহমান, অ্যাডভোকেট তাহমিনা খান, অ্যাডভোকেট মিজান মিয়া, সাংস্কৃতিক ও সংবাদকর্মী এ.এফ.এম সাইফুদ্দিন জাবেদ, কবি অপু চৌধুরী, তরুণ সমাজকর্মী শিরিন আক্তার সোনিয়া, মাজেদা আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে ডিস্ট্রিক্টস হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির কনভেনার বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, কো-কনভেনার অ্যাডভোকেট তাহমিনা খান ও চৌধুরী মিজবাউল বারী লিটন, সদ¯্র সচিব ও নির্বাহী পরিচালক হবিগঞ্জ উন্নয়ন সংস্থা মোহাম্মদ শাহীন, স্টিয়ারিং কমিটির সদস্য যথাক্রমে ফেরদৌস আরা বেগম, ইসমত আরা জলি, অ্যাডভোকেট শায়লা খাতুন, অ্যাডভোকেট মিজান মিয়া, জাহানারা আক্তার বিউটি। সদস্যরা হলেন- অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মোহাম্মদ নাহিজ, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, এসএম সুরুজ আলী, রাসেল চৌধুরী,অপু চৌধুরী, এ.এফ.এম সাইফুদ্দিন জাবেদ, আতাউর রহমান, আমিনুল ইসলাম, আলহাজ¦ মাওলানা রশিদ আহমেদ, মোঃ আরেফ আলী মন্ডল, শামীম আহমেদ মহসিন, সৈয়দ রেজাউল করিম রিয়াজ, সৈয়দা লাভলী সুলতানা, বেগম মেহেরুন্নেছা মজু, নাজমা আক্তার চৌধুরী, কোহিনুর আক্তার, শারমিন সুলতানা, নীলা নাগ, পিউলি আক্তার চৌধুরী, শিরিন আক্তার সোনিয়া, আয়েশা বেগম, পাপিয়া আক্তার ও মাজেদা আক্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com