স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল সোনাকান্দি-নলগরিয়া সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে হাবিবুর খলিলকে পুনরায় মনোনীত করেছেন কৃষকরা। গতকাল রবিবার বিকেলে বিথঙ্গল বড় আখড়া বাজারে এ উপলক্ষে সহ¯্রাধিক কৃষকদের উপস্থিতিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বী তালিব হোসেনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আফতাব উদ্দিনের পরিচালনায় অনুুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, সেচ প্রকল্পের বর্তমান ম্যানেজার হাবিবুর রহমান খলিল, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, ইউপি সদস্য অঞ্জন রায়, ইউপি সদস্য ধলন মিয়া, ১৪নং মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ সূত্রধর, উপেন্দ্র অধিকারী, আহাদ মিয়া মেম্বার, হরিছুল হক, কৃষক নিহার সূত্রধর, আতাউর রহমান, হযরত আলী, অজিত গোপ, হরিদাশ সূত্রধর, রাজ কুমার সূত্রধর, অনিল দাশ, হারুন মিয়া, শাহাজাহন মিয়া, মিরেন রায়, ঝান্টু রায়, রাজ কুমার সূত্রধর, জালাল কাজী, তোফাজ্জুল মিয়া, অলেক মিয়া, আক্তার মিয়া, কাদির মিয়া, স্বপন রায়, গোপাল বৈদ্য, জমির হোসেন, মজলিশ মিয়া, সোহাগ মিয়া, যোগেন্দ্র দাশ, রাসেল মিয়া, অসিত রায়, আল-আমিনসহ আরো অনেক কৃষক।
সভায় বক্তারা বলেন- বিগত প্রায় ১০ বছর ধরে বর্তমান ম্যানেজার হাবিবুর রহমান খলিল সুষ্ঠুভাবে ডিজেল চালিত মেশিন দিয়ে সেচ প্রকল্প পরিচালনা করে আসছেন। তিনি কৃষকদের জমিতে সঠিকভাবে পানি দিচ্ছেন। তার বিরুদ্ধে কৃষকদের কোন অভিযোগ নেই। কিন্তু একটি কোন কুচক্রীমহল তাদের স্বার্থ হাছিলের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এছাড়াও যারা চাচ্ছেন ম্যানেজার হতে তারা ওই সেচ প্রকল্পের প্রকৃত কৃষক নন। বর্তমান সেচ প্রকল্পটিতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে। বিদ্যুত সংযোগ প্রদান করা হলে কৃষকরা উপকৃত হবেন। তাই সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান খলিলকে পুনরায় ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে সেচ প্রকল্পের ম্যানেজার হাবিবুর রহমান খলিল কৃষকদের সাথে পরামর্শ করে খের প্রতি কত টাকা খরচ হবে তা নির্ধারণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com