চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বড়আব্দা গ্রামে হারুন মিয়া নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হারুন মিয়াকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়আব্দা সাহেব বাড়ীর (হকশাহ মৌলা) মোঃ হারুন মিয়া শুক্রবার রাত ১০ টার দিকে নালমূখ বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার পথে চিমপার নামক স্থানে যাওয়া মাত্রই অজ্ঞাত দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হারুন মিয়াকে রক্তাক্ত জখম করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com