স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতর প্রবেশ করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীররাতে চৌধুরী বাজারের মেসার্স গৌরী ভেরাইটিজ স্টোরে এ চুরির ঘটনা ঘটে। সকালে দোকানের মালিক নিরুপাল দোকান খুলতে গিয়ে চুরির দৃশ্য দেখতে পান। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা সদর থানা অফিসার ইনচার্জ মাসুক আলীকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় উপস্থিত ছিলেন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com