স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে হাতী প্রতীক নিয়ে আব্দুল্লাহ সরদার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন রুমি তালা প্রতীকে পেয়েছেন ২৮ ভোট।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ মজিবুর রহমান। তিনি বলেন- মোট ৮১ ভোটের মধ্যে শতভাগ ভোট কাস্টিং হয়েছে। তন্মধ্যে আব্দুল মালেক মাদানী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৭ ভোট ও আব্দুল ওয়াহেদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।
সরজমিনে দেখা যায়- শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদান করেন। নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ কর্মী দায়িত্ব পালন করেছেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন- নির্বাচন সুষ্ঠ হয়েছে। হাতী প্রতীক নিয়ে আব্দুল্লাহ সরদার বেসরকারিভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।