স্টাফ রিপোর্টার ॥ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার থেকে পুনরায় হবিগঞ্জে সব ধরণের পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করবে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সাথে পরিবহন শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহন নেতাদের সকল দাবি মেনে নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করলে পরিবহন নেতারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আমাদের দাবিগুলো মেনে নিয়ে আশ্বস্ত করেছেন দ্রুত সকল বিষয় সমাধান করবেন। এর পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।
এর আগে হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের ডাকে মঙ্গলবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়। বন্ধ থাকে স্থানীয় সব মোটরচালিত যানবাহন। পাশাপাশি ঢাকাগামী কিছু বাস চলাচলও বন্ধ ছিল। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা টেম্পু মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ঢাকাগামী সব বাসের কর্তৃপক্ষ।
এদিকে, যান চলাচল বন্ধ থাকার কারণে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন দূরপাল্লার যাত্রীরা।