স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে প্রথম স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দিয়ে ২য় বিয়ে করেছে স্বামী রেজু মিয়া ঠাকুর। এ ঘটনায় প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার স্বামী রেজু ঠাকুর ও তার ২য় স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা করেছেন।
জানা যায়, ওই গ্রামের বড়হাটি এলাকার বাসিন্দা মৃত আবু শ্যামা ঠাকুরের পুত্র রেজু মিয়া ঠাকুর ঝর্ণা আক্তারকে ৩০ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর তাদের তিনটি সন্তান জন্মগ্রহণ করে। ইদানিং রেজু ঠাকুর ঝর্ণা আক্তারকে যৌতুকের টাকার জন্য মারপিট করে। ঝর্ণা টাকা দিতে অস্বীকার করায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং শারমিন আক্তারকে গোপনে ২য় বিয়ে করে। বর্তমানে শারমিনকে নিয়ে ঘর সংসার করছে রেজু ঠাকুর। ঝর্ণা আক্তার নিরূপায় হয়ে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিতদের বিরুদ্ধে জানমালের নিরাপত্তা চেয়ে মামলা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com