মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে লস্করপুর ভ্যালির ৫টি চা বাগানে চা শ্রমিকদের মুজরিসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে ৩ দিন ব্যাপি মানববন্ধন ও সভা করেছে চা শ্রমিকরা। গত বুধবার থেকে ২ ঘন্টা করে ধারাবাহিক কর্মসূচির শেষদিন ছিল শুক্রবার ১২টা পর্যন্ত। ভ্যালি সভাপতি রবিন্দ্র গৌড়ের নেতৃত্বে সুরমা চা বাগান সদরে শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। চা শ্রমিক নেতারা সভায় বলেন চা শ্রমিকদের দৈনিক ১০২ টাকা মজুরিতে তাদের জীবন ধারন খুবই কষ্ট সাধ্য। চা বাগানের মালিকপক্ষ যথাযথভাবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, গৃহ মেরামত, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। ভ্যালি সভাপতি রবিন্দ্র গৌড় বলেন চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা না হলে শ্রমিক ধর্মঘট করে দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com